প্রচ্ছদ > বিনোদন >

ফিরলেন কানিজ সুবর্ণা

article-img

আইয়ুব বাচ্চুর হাত ধরেই গানের ভুবনে যাত্রা শুরু করা এক সময়ের তুমুল জনপ্রিয় রক গায়িকা কানিজ সুবর্ণা হঠাৎ করেই গান থেকে দূরে সরে যান। এরপর অনেকটা বছর তাকে পাওয়া যায়নি। ২০০৮ সালে ব্যান্ড তারকা হামিন আহমেদকে বিয়ে করে সংসারেই থিতু হন গায়িকা। 

এবার বিরতি ভেঙে নতুন গান দিয়ে আপন ভুবনে ফিরছেন কানিজ সুবর্ণা।

 

সম্প্রতি রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে ‘জাদু করিয়া’ শিরোনামে নতুন গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানের কথা লিখেছেন আশিক বন্ধু। সংগীত করেছেন চঞ্চল।

 

গানটি প্রসঙ্গে কানিজ সুবর্ণা বলেন, ‘খুব আনন্দ নিয়ে গানটিতে কণ্ঠ দিয়েছি।

 

একদম রিদমিক তালের নাচের মজার গান। ফোক মর্ডান বিটের গানটির ছোট ছোট কথামালায় অত্যন্ত সুন্দর। আশা করছি গানটি গেয়ে যেমন শান্তি পেলাম, ঠিক তেমনি আমার ভক্ত দর্শকরাও গানটি শুনে মুগ্ধ হবেন।

 

২০২২ সালে কানিজ সুবর্ণার গাওয়া ‘মায়া’ শিরোনামের একটি গান প্রকাশ হয়েছিল ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে।

 

এরপর আর পাওয়া যায়নি তার নতুন কোন গান।